২২ অক্টোবর ২০২১

সানি সরকার




বন্ধুকে লেখা কবিতাটি 
 



যাঁর মাথায় ও গালে চুমু এঁকেছি 

তাঁর জন্য লিখছি ফুল, লিখছি জ্যোতি-স্নান... 

হে ব্রহ্মাণ্ড, মনে রেখ, ওঁর প্রতি 
অযুত অভিমান থাকতেই  পারে 
কিন্তু আমার কোনও স্বার্থ ছিল না
আজও নেই 

সত্যিকারের বন্ধুর কাছে কখনও-ই স্বার্থ থাকতে নেই
এ-কথা তুমি জানো, বন্ধু...  

ওঁর জন্যে চুমু, বৃষ্টি, আর গাঢ়  অভিমান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much