২২ অক্টোবর ২০২১

কানন রায় এর দুটি কবিতা



একটা তুই  অলিখিত শব্দ 



আমি তখন গভীর ঘুমে ছিলেম মগন
ঘুম ভাঙলো তুই এসে ডাকলি যখন।
জেগে দেখি ঘুম ভেঙ্গেছে অনেক বেলায়
সময় কখন চলে গেছে নিজের অবহেলায়।
তুই বললি কানে কানে এখন ও আছে সময়
লেগে পরো লেগে পরো রেখোনা সংশয়।
তোর জন্য শুধু্ তোর জন্য আবার করলাম শুরু
এবার থেকে তুই আমার কাব্য লেখার গুরু।



হঠাৎ করে বৃষ্টি নামলো মনের গভীরে
ভেসে গেলাম কোথায় যেন কোন সে সুদূরে।
বুকের মাঝে বাজ পড়েছে টের পেলাম না কখন
পুড়ে সব খাঁক হয়েছে জানতে পেলাম যখন।
সব হারিয়ে নিঃস্ব হয়ে দাড়িয়ে আছি বেশ
চেতন পেলাম যখন আমার সব হয়েছে শেষ।
দুঃখ আমি কাকে বলবো নেই তো সুজন কেউ
বুকের ভেতর বইছে আমার কেবল ব্যাথার ঢেউ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much