২২ অক্টোবর ২০২১

শহিদ মিয়া বাহার





তখোনো কাটেনি ঘোর অন্ধকার


জন্মাবধি আমি অন্ধকার হাতড়ে
তরতাজা শরীর খুজি, আলোর---!

যেতে চাই সুর্য ছাড়িয়ে আরো দূরে গ‍্যালিক্সির কাছে
যেখানে তাদের উৎসাহী সন্তরণ!

সূর্যের এপাড়ে পাহাড়, বিজাতীয় সমুদ্র
সামনে দাঁড়িয়ে আছে আততায়ী সময়!

সমুদ্র চরে একটি সী-গাল নিস:ঙ্গ, একা 
সেও হাহাকার করে

আলো খোঁজে,আলোর দীপান্বিত রোদ, জোৎস্নার মায়া--!

আমি দেখি সমুদ্রের ঢেউয়ের উপর জোৎস্নারা হাটে
হাত ধরে পাশাপাশি আমি হাটি
হাটে সী-গাল

আমি জোৎস্নার সাথে জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ি
আর স্বপ্নডাঙ্গার দেশে উড়ে যাই স্বপ্নের ভেতর!

জেগে দেখি আমিও  সী-গালের মত  
সমুদ্র পাড়ে পড়ে আছি একা 

তখনো কাটেনি ঘোর অন্ধকার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much