২২ অক্টোবর ২০২১

মতিউল ইসলাম





অপত্য স্নেহ 


এভারেস্টের চুড়োয় উঠতে চাইনি কখনোই,
কখনোই ভাবিনি সংবাদের শিরোনাম হতে,
দামি গাড়ি দেখে থমকে গেলেও কখোনো ভাবিনি ওটা আমার চাই।

নুন আনতে পান্তা ফুরানো মানুষ আমি
অনেক না পাওয়া আর সামান্য প্রাপ্তির
যোগ বিয়োগে কেটে যায় দিন রাত,
ছেড়া কাঁথায় শুয়ে রাজা হবার স্বপ্ন আমার নয়।

মাসের মাঝে পকেট গড়ের মাঠ,
মাস পহেলার দিনের দিকে তাকিয়ে
কাটিয়ে দিই বছরের পর বছর।
আমার এই নিন্ম মধ্যবিত্ত সংসারে
কোথা থেকে এলি রে তুই?

মনটাকে নিমিষেই করে দিয়ে রাজা,
আমার সমস্ত না পাওয়ায় হিসেব
ভুলিয়ে দিলি আলতো হেসে,
হাজার খুশি ছড়িয়ে দিলি আকাশ বাতাসে,
বাঁকা শিকদাঁড়া সোজা করে উঠে দাড়িয়েছি
স্বপ্ন গুলো পকেট বন্দী করার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much