২২ অক্টোবর ২০২১

ফরমান সেখ




স্মৃতি কথা



যখন আমি  বিদ্যালয়ে
      নব নতুন ঢুকি--
তখন আমি  সবে মাত্র
    নয় বছরের বৈকি!

মনে মনে  আনন্দতে
    উঠতো ভরে এসে,
একলা তবু  স্বপ্ন গুলো
    ফিরতো হেঁসে হেঁসে।

তখন আমি  নব নতুন
    নতুন সকল গুরু--
শ্রেণীকক্ষে  বুকের পাঁজর
      কাঁপতো দুরু দুরু।

জানলা দিয়ে  মন যে আমার
     ছুটতো সর্বক্ষনে,
উড়ান দিতো  বায়ুর পথে
     ঘুরতো বনে বনে।

বিদ্যালয়ে  চলার পথে
     অল্প কিছু স্মৃতি,
বলে গেলাম  তোমার দ্বারে
     গেয়ে গেলাম গীতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much