২২ অক্টোবর ২০২১

ফারহানা আহাসান




আমি জানি


আমি জানি শতবার না হোক একবার অনুভব করেছ আমায়।
আমার একটু না বলা কথাগুলো টের প্য়েছ তুমি।
আমি জানি তুমি কেমন আছ
আমার নির্বাক চোখের বইয়ের পাতার লেখায়।
আমি জানি ভালোবাস তুমি আমায়
তারপরেও কেন দুরুত্বটাকেই সঙ্গী করে নিলে
আমি জানি আমার চেয়েও আমায় চেন তুমি
আমার আত্মার ভেতরেও টের পাও তোমার উপস্থিতি।
এই অগোছালো মানুষটাকে গুছিয়ে নিয়েছ তোমার মতো করে
তবে কেন দুরত্বটাকেই নির্বাচনের কাঠগড়ায় দাঁড় করালে
তুমি যে অন্তরের প্রতিচ্ছবি দেখিয়ে নিজেই নিজের অজান্তেই আমার প্রতিবিম্বের মাঝে আঁকড়ে ধরে আছ 
তাই বোঝার ব্যাপ্তিও আজ তোমার কাছে নেই।
আমি জানি তুমি আমার ভালোবাসার অনুভূতি কে অনুচ্ছেদে বর্ণিত করেছ 
কিন্তু আমি তোমার ভালোবাসার জীবনী হতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much