জাগো দূর্গা জাগো
শরৎএল আশ্বিনে
ঢাকে বাজে বোল
কচি ধানের ক্ষেতেওঠে
ঢেউয়ের কত দোল।
শিউলী ফুলে সুবাস ছড়াই
কাশফুলের রাশি
ছেলে বুড়ো সবার মুখে
মৃদু মৃদু হাসি।
নতুন বস্ত্র দেখলে দূর্গা
বড্ড খুশী হয়
গরিব দুঃখী সবাই যেন
নতুন বস্ত্র পায়।
মহালয়া এসে গেল
আর কটাদিন পরে
পাড়ায় পাড়ায় পূজোর গল্প
আনন্দে ছড়িয়ে পরে।
সবাই মিলে দেখবো ঠাকুর
শহর থেকে গ্রামে
নতুন পোষাক কিনুক সবাই
অল্প বেশি দামে।
দূর্গাদেবী জেগে ওঠো
ত্রিশূল নিয়ে হাতে
দস্যু দানব ঘুরে বেড়ায়
আজকে দিনে রাতে।
মাগো তুমি ছেড়েদাও
আগের মহিষাসুর
শয়তানদের বধ কর মা
যারা এই সমাজের অসুর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much