২২ অক্টোবর ২০২১

মোঃ ইমরান হোসেন





শূন্যের সুখ


সর্বহারার মতোই আমি সব হারাতে চাই 
সব হারিয়ে একটা মানুষ, শুন্য জীবন চাই
শুন্য হলো বাঁচার সংখ্যা, শূন্যে শপথ করি
কষ্ট গুলোয় শূন্য দিয়ে পুণ্যর রুপ ধরি।

 সকাল বিকাল যার নামে সাঁই, যপি তোমায় রাখি
তার মুখে আর পেলাম না ক আমার নামের সারি
তাই তো আমি ভীষণ একা, হাজার প্রাণের ভীরে
এক মানুষে সস্তি খুঁজি সুখ সাগরের জলে।

সদ্য প্রেমের তপ্ত জ্বালার সংখ্যা বুকে বয়
শংঙ্কা হিয়ায় সংখ্যা রোগের বিয়োগ ব্যথা হয়
প্রেম হোক তোমার শরৎ-সঙ্গী তোমার ভেতর থাকুক
দোকলা বিহীন আমার জীবন, এমনি করেই বাঁচুক। 

তাই শূন্যে খুঁজি আমার সর্গ, শূন্যে করি বাস
সংখ্যার মাঝে চাই না আমি আমার সর্বনাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much