১০ অক্টোবর ২০২১

রুকসানা রহমান এর ধারাবাহিক উপন্যাস "উদাসী মেঘের ডানায়,১১

 চলছে নতুন  ধারাবাহিক  উপন্যাস "উদাসী মেঘের ডানায়
লেখাটি পড়ুন এবং অন্যদের  পড়তে সহযোগিতা করুন  লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম  লেখার। 
আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে  লিখতে সহযোগিতা করবে। 





                                                                             উদাসী মেঘের ডানায়
                                                                                                                         (  পর্ব ১১)



                       তৃষ্ণা,অফিস থেকে এসে শাওয়ার,সেরে মায়ের,সাথে
চা,খেতে খেতে গল্প করছিলো হঠাৎ তৃষ্ণার মা বললো
-তোকে একটা,কথা বলতে চাই।
-বলো মা
ময়নার মা আজ ময়নাকে খুব মেরেছে, ড্রাইভারের
প্রেমে পড়েছে, বিয়ে না দিলে ময়না জান দিয়ে দিবে
কি ঝামেলায় পড়লাম।
তৃষ্ণা হাসতে হাসতে বললো-তোমার চল্লিশ বছরেরমেয়ে,যদি,প্রেম করে মা ওরতো সবে আঠারে বছর ড্রাইভার মজিদ ছেলে ভালো দোষ কি তাতে।রাবেয়া,বেগম অবাক হয়ে মেয়ের মুখের দিকে    তাকিয়ে থেকে হেসে বললো
তুই যদি সত্যি বিয়ে করিস আমার থেকে সুখি কেউ
হবেনা কিন্ত কাকে
-তুমি জানো মা আমি কাকে ভালোবাসি
-ওরতে বউ আছে!
 না,নেই বেবী হবার সময় মারা,গিয়েছে।
-বাচ্চাটা?
মেয়ে,বেবী দাদীই মানুুষ করছে।
-আহারে জন্মেই মা হারা।
যাক পরে শুনবো ময়নার কি করবি?
-বিয়ে দিয়ে দিবো ছাদের ঘরে থাকবে, যাতে মজিদ
কখনো কষ্ট দিতে না পারে আর খালার ওতো এক ময়না,ছাড়া কেউ নেই খালা ও নিশ্চিন্তে থাকবে।
- মন্দ,বলিসনি , ঠিক আছে মজিদের সাথে আমি
কথা বলবো।
-সেটাই ভালো হবে, আর বলো ওর মাকে নিয়ে আসতে তারপর তারিখ ঠিক করে নিবো।
এই বলে তৃষ্ণা,ওর রুমের দিকে পা বাড়ালো।


                                                                                                                          চলবে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much