চোখ রাখুন স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকার পাতায় লেখক শান্তা কামালী'র নতুন ধারাবাহিক উপন্যাস "বনফুল"
বনফুল
( ৯ ম পর্ব )
ময়না টেবিলে চা নাস্তা দিয়েছে, মা বাবার সাথে বসে চা নাস্তা খেতে খেতে খানিকটা সময় গল্পগোজব হলো। তারপর
মা-বাবা কে বললো আমার কিছু পড়া জমে আছে কমপ্লিট করতে হবে, আমি উপরে যাচ্ছি।এই বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলো।
টেবিলে বসলো জুঁই মন দিয়ে ঘন্টা তিনেক পড়লো, হঠাৎ জুঁইয়ের ফোন বেজে উঠল, ফোন হাতে নিতেই জুঁইয়ের মন খিলখিলিয়ে হেসে উঠলো, ওপাশ থেকে পলাশের গলা ভেসে এলো কি করছো ? উত্তরে জুঁই বললো পড়ছিলাম , পলাশ জুঁইকে বললো রেখে দেবো ফোন? জুঁই বলে, আরে না আমার পড়া কমপ্লিট, বলো তুমি কি করছিলে?
তিনটে টিউশন সেরে এসে আমার নিজের পড়া শেষ করলাম।
সাথে তিনি, শিমুলের পড়াও বুঝিয়ে দিলাম।
-এখন কি করছো?
এখন , এখন আমার সুইট হার্টের সাথে ফোনে কথা বলছি...
পলাশের মুখে এমন করে রোমান্টিক কথা বলতে শুনে জুঁইয়ের শরীর কাঁটা দিয়ে উঠলো।
পলাশ আরো বললো, জুঁই তুমি, তুমি কি জানো?
জুঁই প্রশ্ন করলো কি? তুমি একটা লক্ষ্মী ভদ্র মিষ্টি মেয়ে। এপাশ থেকে জুঁই হাহাহা হাহাহা হাহাহা করে হেসে উঠলো।
পলাশ জুঁইকে প্রশ্ন করলো আমি কি ভুল বলেছি, জুঁই বললো, না সব প্রেমিকদের কাছে তার ভালোবাসার মানুষকে পরীর মতো সুন্দরী মনে হয়, পলাশ বললো মোটেই না। তুমি সত্যি সত্যিই অনেক সুন্দর....
জুঁই না পেরে বললো আচ্ছা যাও তোমার কথাই ঠিক এবার হলো?
পলাশ হুম, তাহলে আমার কথা মানাছো তো! জুঁই আচ্ছা বাবা তোমার কথাই ঠিক। জুঁই কথা ঘোরায়,পলাশকে বলে তুমি খেয়েছো না, এখনই খেতে বসবে?
পলাশ বললো জুঁই তুমি কখন খাবে? এইতো এখনই নিচে যাবো,পলাশ বললো জুঁই এখন তাহলে ফোন রাখছি। জুঁই বললো হুম,
ওপাশ থেকে পলাশ বললো টেক কেয়ার জুঁই ও বললো তুমি ও.....
জুঁই নিচে নেমে দেখলো মা বাবাও জুঁইযের জন্য অপেক্ষা করছে। মেয়েকে দেখেই বাবা বললো জুঁই তোমার জন্য অপেক্ষা করছিলাম,চলো খেয়ে নিই জুঁই ও বললো চলো বাবা, খেতে বসে মা বাবার সাথে মেয়ের অনেক কথবার্তা হলো।
ভার্সিটিতে কেমন লাগছে, পড়াশোনা কেমন হয় ইত্যাদি...
জুঁই বললো ভালো, বাবা-মা বললেন ভালো হলেই ভালো। ওয়াজেদ সাহেব মেয়েকে বললো তুমি মা মন দিয়ে পড়াশোনাটাই কর, কথা বলতে বলতে খাওয়া শেষ হলো জুঁই মা-বাবাকে গুডনাইট বলে উপরে উঠে গেলো।
মুখে হালকা প্রসাধনী মেখে শুয়ে পরলো।
চলবে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much