১০ অক্টোবর ২০২১

নুর আদিল সেখ




অসহায় প্রকৃতি 

 
মায়ের কোলে জন্ম আমার ।
পশুদের সাথে বসে খেলি ।
প্রকৃতির সাথে বেড়ে উঠি।
আর জগতের সাথে চলি।
নীল-সবুজের ঘেরা প্রাচীর।
এই সবের মাঝে আছি আমি।
কিন্তু এই নতুন প্রযুক্তি বিদ্যার ফলেই ।
হয়েছে অনেক পশু-পাখির কমি।
কোথাও পাহাড় ও জলাভূমি ।
আবার কোথাও সমতল আর বেলাভূমি।
কোথাও বা জনশূন্য বরফের ভূমি।
এর মাঝে পৃথিবী আজ ধ্বংসের ভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much