১০ অক্টোবর ২০২১

মুহিন তপু




আমারে খুঁজবা তুমি
(আলো তোমাকে)


আমারে খুঁজবা তুমি শুকিয়ে যাওয়া চোখের জলে। আমারে খুঁজবা তুমি একলা দুপুর। গনগনে রোদ। শান্ত দিঘি। মরে যাওয়া ঘাসের ভেতর। পাতা-ঝরা গাছের তলে। আমারে খুঁজবা জানি নিয়মনীতির শিডিউলের ফাঁকফোকরে। ভেঙে যাওয়া আয়নার টুকরোয় খুঁজবা তুমি। শার্টের গায়ে শুকিয়ে যাওয়া কড়া ঘামে। পত্রিকার পাতায় পাতায় নিউজফিডে আমার সব প্রিয় নামে। দরজা খোলা ইশারাতে, রাত্রিবেলা। অন্ধকারে ঘরের ভেতর খুঁজবা আমায় যেন আমার শুয়ে থাকা। বাকির খাতায়। বইয়ের পাতায়। কবিতার সব পঙ্‌ক্তি মেলে লুকিয়ে রাখা গোপন কথায়। খুঁজবা আমায় প্রিয় শাড়ি, হারিয়ে ফেলা। ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে কলিংবেলে খুঁজবা আমায়, দরজা খোলা। মধ্য রাতে ভেসে ভেসে পূর্ণিমা চাঁদ, নৌকা দেখে খুঁজবা আমায়। খুব ভোরেতে পাখি ডাকা খুনশুটিতে। খুঁজবা আমায় ধীরপায়েতে তোমার দিকে হেঁটে আসা। চুল সরিয়ে আলতো চুমোয় আদর আদর ভালোবাসা খুঁজবা আমায়। ধুলোজমা দূর-দিনেতে। পাশে বসা হাতটি ধরে। অথবা কিছু অবাধ্য চুল একটু হাওয়ায় উড়ে এলে। মুখের উপর খুব যতনে সরিয়ে দিয়ে, মুখোমুখি লজ্জা পেয়ে লুকিয়ে পড়া বুকের ভেতর ধুপুক ধুপুক, খুঁজবা আমায়। আমারে খুঁজবা জানি ঠান্ডা হওয়া চায়ের কাপে, গরম গরম। লজ্জা শরম মাথা খেয়ে। খুব লুকিয়ে সিগারেটে আগুন জ্বেলে। ধোঁয়ায় ধোঁয়ায় খুঁজবা আমায়। বুকের আগুন লুকিয়ে রেখে। তোমার পোষা প্রিয় পাখি। দেখে দেখে খুঁজবা আমায় ফুল বাগানের ভূমিকাতে। টুকরো টুকরো আমায় পাবে। ঘ্রাণে ঘ্রাণে আকুলতা। চোখের জল শুকিয়ে যাবে। বিষণ্ণতা। মরা নদী। দমে দমে আমার নামে কদম ফেলা। আমি জানি খুঁজবা আমায় প্রিয় আলো। ভালোবাসা। এমন প্রবল আকুতিতে দীর্ঘশ্বাসের দাগ রেখে যায় কাঁদামাটি। পায়ের ছাপে খুঁজবা আমায়। প্রিয় আলো তাইতো আমি পথ হয়েছি মনের দিকে। ভালোবাসা শেষ নিয়তি হৃদয় জেনে। পথিক হলে পাবে আমায় সারা বেলা। পথের মায়া সঙ্গী আমি। আলো ফেলো। দেখতে পাবে দাঁড়িয়ে আছি অন্ধকারে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much