১০ অক্টোবর ২০২১

ইশরাত জাহান নিরু




প্রতিবিম্ব


ভোরের প্রাশান্তির ঘুম আর স্বপ্নের পরী 
ব্যাস্ত হয়ে উড়ে যায়!  পাঁচটা বেজে গেছে? 
আড়মোড়া দিয়ে জেগে উঠে, 
রাত্রির ক্লান্তি ঝেড়ে অলসতা মুঁছে, 
চোখ তুলে মনের জানালা খুলে,
স্বজন মুখ দর্শন করে, সমুখে পা বাড়ায়।
নিজেকে নিজেই  বহন করে
ধীর পায়ে চলে, যেন হোচট না খায়।
চোখের ক্লান্তি ধুতে জলের কলে হাত রাখে,
মুখের প্রতিবিম্ব পরে বাথরুমের আয়নায়!
আমি কি? সন্দেহ চোখে ছায়া ঝুলে রয়,
নিজের মুখ নিজের কাছে অচেনা মনে হয়!
সমীক্ষায় সায় নেই শুধু শুধু সময় অপচয়।
বহুদিন ধরে আছে নিজের সাথে নিজে
দেখেছে বহুবার নিজেকে এপাশ ওপাশ করে,
আজ যেন হৃদয়ের পালিত বৃষ্টির তোড়ে
নামহীন গোত্রহীন ভালোবাসা হীন  এক
বেওয়ারিশ লাশের সাথে নির্বাক কথা হয়
ভোরের আলো এসে কড়া নাড়ে, চেনা দড়জায়।
নিজেকে  নিজে আহ্বান করে
অবাক  বিস্ময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much