নারী মানে
আমরা যাকে বলছি নারীদের জয়গান
এখানে দেখি আমি শুধুই অপমান,
বলা হয় এই সমাজে লেডিস ফার্স্ট
বিপরীতে করা হয় লেডিস ব্লাস্ট ।
নারীদের আধুনিকতার নামে
চলছে প্রহসন.............
নারীরাই হচ্ছে বার বার ধর্ষণ ।
নারীদের করা হচ্ছে পুরুষের সমান
আবার সেই নারীকে দিচ্ছে মরন
স্বামী নামের অপদার্থ বেইমান
যৌতুকের কারণে নির্যাতন ।
এ কোন আধুনিকতার ছোঁয়া
নারীদের হতে হয় সর্বহারা ।
নারী দিবসে সমাজের হর্তা কর্তা
মঞ্চে উঠে দেন লম্বা লম্বা বক্তিতা
অবশেষে উনাদের যায় দেখা.....
নারী কেলেংকারিতে যোগানদাতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much