১০ অক্টোবর ২০২১

কবি সুবর্ণ রায় এর কবিতা




জল হয়ে আছি
 

জল ভেবেছিলে,জল-ই হয়ে আছি।
দানা বাঁধেনি,কেলাসিত হয়নি
গলে গলে গেছি,বয়ে গেছি

জল-ই হয়ে আছি যেমন 
জল ভেবেছিলে শুধু
স্ফটিক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much