বিচ্ছেদ
প্রতিদিন বিরহ শব্দের স্রোতে নন্দনে ভাসি,
এপার হতে ওপার নদী, স্মৃতির বুকে আসি।
যতবার দেখি প্রেম-প্রীতি সেই স্মৃতির ভাসমান তরী
একবার চাহি আবার তোমার হাত, ওহে তোমায় জড়িয়ে ধরি।
এই মহাকাশে দেখিলাম কত সূর্য চন্দ্র নক্ষত্র তারা
তোমার বিচ্ছেদ বিরহের পথে হয়েছি দেখো দিশেহারা।
এই তোমার প্রেমিক পথের পথিক মৃত প্রায়,
হঠাৎ থমকে জীবন হঠাৎ কেঁপে কেঁপে যায়।
বিষিয়ে ওঠে স্মৃতির বুক, ওহে পথে পথে কাঁদি,
বেঁচে থেকেও মৃত হয়, দিন প্রহর বুকে বাঁধি সমাধি।
অরণ্য এ-মন সবুজ মহাবন হয়েছে দেখ অন্ধকার
বিচ্ছেদ বিরহের পথে অগ্নিকণা নিভৃত মনে হাহাকার।
দিন প্রতিদিন স্মৃতির ক্ষত ক্ষত বিক্ষত হয় যে এ হরণ প্রাণ
পথে পথে খুঁজে বেড়ায় মুক্ত স্বচ্ছ প্রেমের শ্বাস প্রশ্বাস সমাধান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much