জড়িয়ে যাই
সহজেই জড়িয়ে যাই
পুরোনো বিল্ডিংয়ের গুল্মলতার মতো,
গুমোট হাওয়ায় উড়ে চুল
শিকড়ের অসুখে মাটির যেমন পরাজয়
ইতস্তত শরীরে দাঁড়িয়ে বেপরোয়া চোখ দেখে
নেয় পাতাদের ক্রন্দন।
সহজেই জড়িয়ে যাই
পোড়া ইটের ধারাবিবরণীতে ঢুকে পড়ি
ভাটার শ্রমিকের দুঃখ নিয়ে
ভেজা কাপড় যেভাবে সঁপে দেয় ঝলমলে রোদের কাছে
কিংবা সমস্ত সবুজ যেভাবে চুমু খায় প্রকৃতির ঠোঁটে
সেইসব বসন্ত হারানো গল্পে’র মর্মার্থ পাঠ করে
সহজেই জড়িয়ে যাই
তোমার একটা সুন্দর ভুলের মতো
ছেলাবেলায় দাদীর কোলে মাথা রেখে কিৎসা শোনার মতো অদ্ভুত মায়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much