স্বপ্নসিঁড়ি
বড় হয়ে ফুটে ওঠা নলিনীদা
সাধারণ কেরানী জীবন থেকে হঠাৎ
কেমন বড় হয়ে একদিন সুখ-দুঃখ
মিশিয়ে দেখতে থাকলেন রাতের স্বপ্নে
চারপাশে কোনো বন্ধু থাকবে না
চারপাশে কোনো প্রিয়জনও নয়
সবাই ঈর্ষা করে, নিজের বলে ওইটুকু
স্বপ্নটুকু, ফুটে ওঠার স্বপ্ন, রাতের
একা মানুষ, কত কেউই তো জুটে যায়
সাবধানে এড়িয়ে এড়িয়ে এগন
রাস্তা বড় এবড়ো-খেবড়ো, জানেন
জানলে কি হবে, ওই স্বপ্নটুকু ভরসা
সিঁড়ি আর স্বপ্ন, অন্যভাবে স্বপ্ন আর সিঁড়ি
স্বপ্নের সিঁড়ি সাবলীল হয়তো নয়
বড় হয়ে ফুটে ওঠা নলিনীদা ওঠেন
ওঠেন, আরো ওঠেন, আরো আরো ওঠেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much