টাকা
শুনেছি টাকা ওয়ালার মুখ
নাকি হয় বাকা,
টাকা ছাড়া এই দুনিয়া
সব লাগে ফাঁকা,
স্বার্থের পৃথিবীতে এখন টাকা
রাখে সবাইকে সুখে,
টাকা নেই যার অনাহারে তার
দিন যায় দুঃখে ।
টাকার জন্য ছেলে বাবার
গলায় মারে ছুরি,
সন্তান অনাহারে তাই বাবা
গলায় দিয়েছেন দড়ি।
দুনিয়ায় পথ চলতে গেলে
প্রয়োজন হয় টাকা,
টাকা থাকলে ঘুরে বন্ধু
এখন ভাগ্যের চাকা।
চাকরীতে পদোন্নতি দ্রুত হয়
ঘুষ পেকেটে দিলে,
নীতির বিসর্জন হয় দেখো
টাকা হাতে পেলে।
এই দুনিয়ায় কাড়ি কাড়ি
টাকা আছে যার,
পৃথিবীর মাঝে সবকিছু যেনো
হাতের মুঠোয় তাঁর।
টাকা থাকলে স্ত্রী সন্তানরাও
মধুর সুরে ডাকে,
শূন্য পকেটে বন্ধু বান্ধব
অনেক দূরে থাকে।
গ্রাম ছেড়ে এসে শহরে সবাই
খুঁজে অনেক টাকা,
বাতাসে নাকি টাকা উড়ে
আমাদের শহর ঢাকা।
টাকার জন্য বন্ধুত্বের মাঝেও
সম্পর্ক হয় নষ্ট,
অবৈধ অর্থ অর্জন করলে
সন্তান হয় পথভষ্ট।
মোহাম্মদ সোহেল রানা
টাকা দিয়ে প্রভুর আমাদের
পরীক্ষা করে ঈমান,
হে টাকাওয়ালা!গরিব দুঃখীকে
করিও টাকা দান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much