০৮ অক্টোবর ২০২১

মোহাম্মাদ আবুহোসেন সেখ




বাঁচাও ভারতবর্ষ 
 

দেশটা কারোর বাপের নয়,যা খুসি তাই করবে।
শহীদের রক্তে হয়েছে স্বাধীন,আমার ভারতবর্ষ রে।
গরীবের রক্ত মিশে আছে এই বাংলার মাটিতে।
দেশের সম্পদ বিদেশ কেনো!যাচ্ছে রে সব চলে।
দেশের মানুষের উপর হচ্ছে কেনো অন‍্যায় অবিচার।
আর চুপ থেকোনা,চুপ থেকোনা জাগোরে সবাই।
সব জাতির এ যেন এক চরম অপমান।
তবুও বাংলার মানুষ কেনো ফুটবলের মতো সট খায়।
দেশটা কারোর গোলাম নয়,যেমন খুসি তেমন সাজাবে।
হাজার শহীদের রক্তেকেনা,গরীব দুখীদের এই বাংলাকে।
দেশটা কারোর বাপের নয়,যা খুসি তাই করবে।।
শহীদের রক্তে হয়েছে স্বাধীন আমার বাংলারে।
ভিনদেশী সন্ত্রাসদের সাথে,কেনো কালো হাত মেলালিরে।
জবাব চাই,জবাব চাই,আমরা জবাব চাই।
তোদের কারনে স্বাধীন বাংলার চারিদিকে আজ যে।
হাজার মায়ের কান্নায় ভেসে যাচ্ছে আমার বাংলা রে।
দেশটা কারোর বাপের নয়, যা খুসি তাই করবে।।
শহীদের রক্তে হয়েছে স্বাধীন,এই আমার বাংলারে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much