০৮ অক্টোবর ২০২১

লেখক শান্তা কামালী'র ধারাবাহিক উপন্যাস "বনফুল"৭

চোখ রাখুন স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকার পাতায় লেখক শান্তা কামালী'র  নতুন ধারাবাহিক  উপন্যাস "বনফুল"




                                                                          বনফুল
                                                                                 ( ম পর্ব ) 


রাত জেগে পলাশ ভাবলো কি উত্তর দিবে? পলাশেরও জুঁইকে ভীষণ ভালো লাগে এটা তো অস্বীকার করার উপায় নেই, ভিতরে ভিতরে জুঁইকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। এইদিকে জুঁই পলাশকে নিয়ে অনেক কিছু ভেবে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি, যখন ঘুম ভাঙ্গলো দেখতে পেলো ঘড়িতে আটটা তিরিশ বাজে। তবু কিছু সময় গড়াগড়ি করে উঠে দাঁত ব্রাশ করে, ওয়াশরুমে গিয়ে ফ্রেস হলো,চুল আঁচড়ে চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়ে পুরো রেডি হয়ে নীচে নেমে এলো, বুঝলো বাবার চা খাওয়া শেষ, নিউজ বুলেটিন গুলো দেখছেন। মেয়েকে দেখে বুঝে গেলেন ভার্সিটিতে যাবে। জুঁই বললো বাবা চলো নাস্তা খেয়ে নিই, বলতে বলতেই দেখে ময়না টেবিলে নাস্তা পরিবেশন করে দিচ্ছে সাথে জুঁইয়ের মা ও এটা ওটা এগিয়ে দিচ্ছেন। জুঁই নাস্তা শেষ করে এক কাপ চা খেয়ে মা বাবাকে বললো আমি বেরোলাম। বাবা বললেন সাবধানে যেও মা, ততক্ষণে গাড়ি গেটে অপেক্ষা করছে। সে গাড়িতে উঠে বসে  ড্রাইভারকে বললো ভার্সিটিতে যাবেন।
ক্লাস শুরুর বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গেলো। জুঁই গাড়ি থেকে নেমে একবার পুরো ক্যাম্পাস  দেখে নিলো,কোথাও পলাশকে দেখতে পেলো না.... ক্যাম্পাসে শতশত ছেলে মেয়ে, জুঁই একটা সাইডে বসলো,কিছুক্ষণ পরেই জুঁই পলাশকে দেখতে পেলো গেট দিয়ে ঢুকছে,দেখতে পেয়ে জুঁই সামনে এগোলো পলাশ ই প্রথম জিজ্ঞেস করলো কেমন আছো? 
-ভালো আপনি? 
-হুম ভালো,আমার ইম্পর্ট্যান্ট  ক্লাস আছে দুটো, সেগুলো সেরে তোমার সাথে কথা বলবো, এই বলে সিঁড়ি দিয়ে উঠে গেলো পলাশ। জুঁইয়েরও দুটো ক্লাস আছে সেরে নিতে পারবে ভালোই হলো। 
জুঁইও ক্লাসে চলে গেল, প্রায় একই সময়ে দু'জন নীচে নামল, পলাশ জুঁইকে বললো চলো  ক্যান্টিনে বসে কফি খেতে খেতে কথা বলা যাবে। 
দুজনেই ছোট্ট একটা টেবিলে বসলো পলাশ দুটো কফির অর্ডার করলো, জুঁইকে বললো তুমি কি কিছু স্ন্যাকস  খাবে?  উত্তরে জুঁই বললো না। কফি খেতে খেতে পলাশ জুঁইকে বললো তুমি আমাকে ভালোবাসো এই বিষয়টা কি তোমার বাবা মা মেনে নেবেন ? আমি অতি সাধারণ পরিবারের ছেলে, আর তুমি হলে ধনীর দুলালি, তখন জুঁই পলাশকে বললো আমার আম্মু আব্বুর উপর বিশ্বাস আছে, আমার পছন্দকে ডিনাই করবে না,আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।




                                                                                                                    চলবে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much