নৈঃশব্দ্য এবং একাকীত্ব
দিনের আলোয় ঘুমন্ত বোধগুলো নিশি প্রহরেই কেবল জেগে ওঠে...
নৈঃশব্দের সাথি হয়ে একে অন্যের নিকট সুখ দুঃখের কথা বলে,
অহেতুকই পাওয়া না পাওয়ার হিসেব নিকেশে নৈশ প্রকৃতির নিঃশ্বাস ভারি করে।
যাপিত জীবনের অতৃপ্তিগুলো ঘুমহীন রাতের নিস্তব্ধতায় আঁধারের স্রোতে থমকে দাড়ায়,
অব্যক্ত ব্যথা কিংবা বহুকাল ধরে কুয়াশার মতো
বুকে জমে থাকা অভিমানগুলোও জানালার
স্বচ্ছ কাঁচে বিন্দু বিন্দু শিশিরে ঝরে
ঝাপসা করে তোলে সম্মুখের দৃষ্টি!
সন্তর্পণে অতীতের করোডোর ছুঁয়ে বয়ে আসা স্মৃতির বাতাসে ভেতরটা দুমড়ে মুচড়ে
নাড়িয়ে দিয়ে যায় "এককালের সুখ"!
যা অবহেলার ধূলোতে অযত্নে ঢাকা পরে আছে বহমান বর্তমান
অতঃপর রাতের শরীরের ভাঁজে ভাঁজে জমা পরে আহত হৃদয়ের তপ্ত দীর্ঘশ্বাস!
বিষাদ দহনে আগ্নেয়গিরির মতোই নিঃশব্দে চৌচির হয় বুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much