চাঁদনী রাতের দান
আধেক রাতে ঘুম ভেঙ্গে যায়
বাইরে দেখি এসে,
পূর্ণিমা চাঁদ জোছনা ছড়ায়
কতই ভালোবেসে।
চাঁদনী রাতে নীল আকাশে
কোটি তারার মেলা,
শিউলি বকুল বেলী জবা
করছে নিত্য খেলা।
গাছগাছালি চাঁদের আলোর
করছে সুধা পান,
স্বর্গীয় এই পরিবেশটা
খোদা করছে দান।
মৃদু হাওয়ায় আসছে ভেসে
হরেক ফুলের গন্ধ,
সবার মাঝে মিশে আজি
পেলাম নতুন ছন্দ।
আমায় আপন করতে ওরা
ব্যস্ত সারাক্ষণ,
ওদের তরে সঁপে দিলাম
আমার পাগল মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much