০৮ অক্টোবর ২০২১

সালাম তাসির




সমুদ্র মন্থন 


পথিক জানে 
পথ ভুলে যাওয়া পথের ক্লান্তি শুধু একার।

ঝড়ের পাখির মতো মৃত্যুর মুখোমুখি 
অন্তর দহনে পুড়ে পুড়ে বেঁচে থাকার কি যন্ত্রনা
লখীন্দর ছাড়া আর কেউ জানেনা।

আত্মরক্ষার তাগিদ
আত্মহননের পথকে প্রসস্থ করে দিলে মনে হয়
গঙ্গাজলে ডুবে বেঁচে যাওয়া এক সন্যাস জীবন।

আত্মার বন্ধনহীন যে জীবন 
আত্মতৃপ্তিতে পৃথিবী হলেও ; পৃথিবী কারো একার নয়।

একটা প্রশ্নবোধক চিহ্নকে আঁকড়ে ধরে
যদি বলি আমি কে? 
পথ ভুলে যাওয়া পথের ক্লান্তি শেষে রূপসী রাতের দুঃখ নিয়ে যে সামনে দাঁড়ায় সেকি তুমি নও?

চলো সত্যের কাছে যাই
অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করি 
পথের ক্লান্তি বুকে নিয়ে সামনে দাঁড়াই ; যদি ভুল পথে সত্যের দেখা পাই।

একদিন তুমি বলেছিলে
ভুল পথে ভুল মানুষের যাত্রা কখনই কষ্টের হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much