বন্য ছায়া
জানি না কি এক অমোঘ শক্তি আছে
তোমার মাঝে!
কতো সহজেই ছুঁয়ে গেলে আমার অস্তিত্বকে।
আমার তপ্ত হৃদয়ে দিলে একপশলা বৃষ্টির প্রশান্তি
শান্ত দীঘির জলে ছুঁড়ে দেয়া কোন এক দুষ্টু বালকের ঢিলে তির তির করে কেঁপে চলেছে বুকের দীঘিটা....
জীর্ণ এক দেবদারুর মাথায় হাত রেখে, চোখে স্বপ্ন নিয়ে অনিদ্রা সাজালে একদিন
এমন কি হয়েছে আগে?
কেউ এসে সজোরে ঠিক বুকের ভেতর কড়া নেড়ে সবটুকু বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে?
না... মনে তো পড়ে না!
বহুদিন, বহুকাল কেউ এভাবে আঁচড় কাটেনি জীবাশ্ম শরীরে।
লৌকিক অরণ্য জ্বালিয়ে দিয়ে বাঁচিয়ে তুলেছো আমায়,
জড়িয়ে ফেলেছো মন্ত্রের মায়াজালে,
আমি ভেসে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি
আমি ক্ষয়ে যাচ্ছি তোমার বন্য ছায়ায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much