অপ্রত্যাশা
যেটুকু সন্দেহ করো তার চেয়ে বেশী
আকন্ঠ ডুবে আছি প্রেমের সমিধে।
আমাকে মাতাল করে
যে নারীর চোখের পলক
তার কাছে আমি আছি আমৃত্যু অবধি।
আমাকে নিঃস্ব কেন এতটুকু
ছুঁয়েও দেখনি
কতটা শূন্য ছিল নদীগর্ভজাত বৈভব
যে নারীর ভালবাসা মাতাল করেছে
তাকে শুধু দিতে চাই নিজস্বতা।
নারী ছাড়া পুরুষের আকাল সময়
এমনই ভিখারী বলো
নারী ছাড়া কে করতে পারে!
আমি সেই-ই নারী পদতলে
আমৃত্যু সাধনা করি
মেঘরেণু মেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much