বিদ্যালয়ও খোলা হোক
যাচ্ছে চলে দিন পেরিয়ে বেশ সময়ের ওই চাকা,
পড়াশুনা সব গুমরে কাঁদে লকডাউনে সে ঢাকা।
ইচ্ছে ছিলো পড়বো ঢের কলেজে উঠলে পরে,
ইচ্ছে গুলো ভয়ার্ত ভীষণ পাছে করোনা যদি ধরে।
পড়াশুনা আজ কাছে ঘেষে না লাজুক মেয়ের মত,
শিখেছিলাম সব গিয়েছি ভুলে সূত্র-ব্যাকরণ যত।
রাত গুলো নিদারুণ উপোস পড়াশুনা নেই বিধায় ,
আবারো নাও আপন করে করুণাবেদনে সে শুধায়।
সকাল গুলো আজ কদর্য খুব নেই টিউশণের ধুম,
প্রভাতে বন্ধুদের নেই ডাকাডাকি গেছে হারিয়ে গুম।
বছর শেষে ব্যাগে-বাড়িতে নেই নতুন বইয়ের ঘ্রাণ,
আট-আঠারোর শিশু-যুবক অতৃপ্ত যে তাদের প্রাণ।
শিক্ষার্থীরা সব পড়াশুনা ছেড়ে মগ্ন খুব নেট পাড়ায়,
হারিয়ে সৃজন-স্বকীয়তা ভার্চুয়ালে তারা খুব বেড়ায়।
করোনার নামে অনলাইনে সব ক্লাসের নামে প্রহসন
বিড়ম্বনার ভার্চুয়াল ক্লাস অক্ষম নিতে বিদ্যালয়ের আসন।
কুঁড়েমিতে অভ্যস্ত আজ হোমওয়ার্কে খুব দরাদরি,
পড়তে বসেই যায় হারিয়ে পিডিএফ বই ভুরি ভুরি।
কাটছে দিবস গোলেতালে পড়াশুনাটাও ঠিক তাই,
সাহিত্য-ব্যাকরণ বদ্ধ ফোনে যোগ্যতা যে আমার নাই।
শিক্ষালয় গুলো নিঃস্ব নিদারুণ নেই কোলাহল সেথা,
আসবে কি ফিরে সুদিন সেখানে ভুলবে কি বিমর্ষ ব্যথা?
আছে যত আহাজারি আর লোক দেখানোর ঝোঁক
ভিড়ছে সবাই সর্বত্রই তবে বিদ্যালয়ও খোলা হোক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much