০৭ অক্টোবর ২০২১

এন,এন,মুন




অব্যক্ত অনুভূতি


প্রকৃতিতে প্রভাতরাগ বিরাজমান 
বিস্মিত, পুলকিত মানব মন।
নতুন ফুলের প্রস্ফুটন,
চারদিকে ভ্রমরের গুঞ্জন। 
ঘাসগুলি লম্বা,স্নিগ্ধ কোমল 
প্রকৃতির কার্পেট, সবুজ  শ্যামল।
অতঃপর উত্তরীবায় 
সব বিবর্ণ হয়ে যায়।
ক্ষ্যপা আগুন তাদের পোড়াতে পারে
যদিও বসন্তে তারা পুনরায় জন্মাবে।
স্বপ্নেরাও  আত্মিক তাড়নায়
নিজ গতিপথ পাল্টায়।
আমি বিপর্যস্ত বুড়ো ঈগলের মতো
স্বপ্নিল জগৎ সাজাতে ব্যস্ত।
আজও খুব কষ্ট পেলে
এ মন তোকে খুঁজে ফেরে।
তুই আজ দূর আকাশের তারা
অলক্ষ্যেপথ দেখাও,দাও পাহারা 
 সময়ের ছলনায় পরবাসী  আমরা অব্যক্তই থেকে যায় অনুভূতিরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much