০৭ অক্টোবর ২০২১

মাহমুদা মৌ





সময়ের ইতিকথা 


তুমি আদর পাঠিয়েছিলে 
নিঃশর্ত দাবীতে , শব্দের সাজে
রঙিন খামে মুড়ে ।
ভালোবেসেছিলে দূরন্ত গতিতে,
শেফালিকার শুভেচ্ছা জানিয়ে ! 
যুগল স্বপ্ন দেখিয়েছিলে 
দোলনচাঁপা ক্যামেলিয়ার 
পাপড়িতে বাসর সাজিয়ে ! 
ভাবনায় ডুবে যেতে 
একান্ত সময়কে বিসর্জন দিয়ে । 
অথচ সময়ের ব্যবধানে 
ঘন কালো মেঘ করে প্রবলে বেগে 
ঘুর্নিঝড়ের মতো উড়ে চলে গেলে 
উপকূলে আছড়ে পরার হুঁশিয়ারী
সংকেত জানিয়ে ,
ডুব দিলে নিজস্ব জগতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much