ভালোবাসার আত্মকথা
ভালোবাসা তুমি,
শ্বেত পদ্ম ফোঁটা শুভ্রতার
মায়াজল,
অনুভবের নদীতে ডুবন্ত এক জোড়া হংস মিথুন।
কিংবা শিশিরের স্নানে ভেঁজা
স্নিগ্ধতার অনুভবে প্রজাপতি মন।।
ভালোবাসা তুমি,
অভিমানি কিশোরীর নিকষ কালো চোখের কাজল,
চিরকুটের ভাঁজে ভাঁজে ফিসফিসিয়ে তোমার
আলতো স্পর্শের আঁছড়।।
ভালোবাসা তুমি,
গোধূলীর রক্তিম আভায়
সমুদ্র তটের গহীন স্রোতে বিলীন হওয়া, নিমগ্ন পিয়াসীর বিমুগ্ধ মন।
ভালোবাসা তুমি,
বিষাদ অনুরাগে পাশে থাকার প্রত্যয়ে
অভিমানি মেঘের সাথে
চুক্তিবদ্ধ সন্ধির যুগল প্রেমের বন্ধন।
ভালোবাসা তুমি,
রবি ঠাকুরের-'' সেই দিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"
কিংবা কবি নির্মলেন্দুর " আমি বলছি না আমাকে ভালোবাসতে হবেই, কেউ একজন অন্তত আমার জন্য অপেক্ষায় থাকুক।"
ভালোবাসা তুমি,
দীর্ঘনিঃশ্বাসের অসীম যন্ত্রনা,
দূরত্বময় আবেগীয় সম্পর্কের পিছুটান।
প্রেমিকের বুকে ঝড় তোলা প্লাবন,
প্রেমিকার অন্তরের বোবা কান্না,
চাওয়া পাওয়ার গভীর এক আকুতি।
ভালোবাসা ও মৌহের মানবিক দ্বন্ধে,
ভালোবাসা তুমি যে চির মহান, তুমি যে হৃদ স্পন্দের
অপর এক নাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much