০৭ অক্টোবর ২০২১

গোলাম কবির






কতিপয় মানুষ ও মুশোশধারী বরাহরা


  ইউক্যালিপটাসের বাকল যেমন খসে পড়ে
  তেমনি আবারও সুন্দর ভাবে যদি 
  গজিয়ে উঠতো সভ্যতার ছাল চামড়া,
  তবে আমার কোনো দুঃখ ছিলো না! 
  কিন্তু হায়! অশোকের বাকল 
  ছাড়িয়ে নেবার পরও যেমন বৃক্ষটি 
  বেঁচে থাকে কায়ক্লেশে তেমনি করেই  
  কায়ক্লেশে বেঁচে থাকে কতিপয় মানুষ! 
  অথচ অন্যদিকে মানুষ নামের মুখোশধারী 
   বরাহরা পৃথিবীকে কাদাজল বানিয়ে 
   আনন্দে কী ভীষণ দাপিয়ে বেড়াচ্ছে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much