০৭ অক্টোবর ২০২১

রুকসানা রহমান এর ধারাবাহিক উপন্যাস "উদাসী মেঘের ডানায়,৮

 চলছে নতুন  ধারাবাহিক  উপন্যাস "উদাসী মেঘের ডানায়
লেখাটি পড়ুন এবং অন্যদের  পড়তে সহযোগিতা করুন  লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম  লেখার। 
আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে  লিখতে সহযোগিতা করবে। 





                   উদাসী মেঘের ডানায় 
                                                                                           (পর্ব আট


ভোরে উঠে পড়লো,ঘুম,থেকে দুজনই তৃষ্ণা,টিশার্ট
ট্রাউজার পড়ে রেডি হয়ে,সমুদ্রে গেলো 
তৃষ্ণা বললো- তুমি,নামো,আমি,সাঁতার জানিনা,ভয় করেএতো বড় বড় ঢেউ।
-আরে আমি,আছিনা সাঁতার কাটার,দরকার,নেই,
জলে,নামলেই হবে।
সকালে মিষ্টি রোদের আলোয়, তৃষ্ণার মুখ জুড়ে মায়াবী এক আলোক,রশ্মি খেলা,করছে।উদাসীন
চোখ জুড়ে বিহব্বলতা ভাবছে একটা ঝড় কে সামলে,নিয়েছিলো আজও কি সব,স্বপ্ব তাছাড়া
বয়স ওতো হারিয়ে যায়নি,কিছুটা মূল্যবান সময়
পাশ,কেটে,চলে গেছে।
সাগর,তীরে দাঁড়িয়ে,অপুও,ভাবছে এলোমেলো জীবনের পথে বাস্তবতার রোমান্সের,চিহ্নমাত্র ছিলোনা
সেদিন,নিপূণ,হাতে,মুছে,নেওয়া হয়েছিলো,সেন্টিমেন্ট আর মেলোড্রামার বাস্প 
 চিরে,চিরে,আলো,ফেলেছিলো লুকিয়ে,থাকা,হৃদয়ের
বেদনায়।সেখানে আজ,আলৌকিক জগতে টেনে
নিয়ে এলো,তৃষ্ণা রংধনু ফুটিয়ে,তুলেছিলো তুমুল
বৈচিত্র্যের বৈভবে না বলা চোখের তারায় সেই আর্কষণ নতুন করে বাঁচার এক অনুপ্রেরণা খুঁজে পেলো। গভীর চোখ মেলে দেখছে ওর চোখের কোনায়
হাসির ঝিলিক। 
অবাক হয়ে ঢেউয়ের নানা রঙের জলে ভালোলাগার
অন্তরালে ভালোবাসা চুপি,চুপি এসে দাঁড়ালো অতীত
ঠেলে আলোক বার্তা ছড়িয়ে প্রকৃতির মনোরম পরিবেশে,মানুুষ যখন হারানো বা না পাবার কষ্ট পায়
সেই কষ্টের চাদর সরিয়ে জীবনে বেঁচে থাকার অদ্ভুত
এক সম্ভাবনায় প্রকৃতিই উজ্জীবিত করে।
তন্নয়তা ভাঙলো অপু - জলে নামবেনা মোনালিসা
-নামবো বেশিদুর যাবোনা
- চলো আমার হাত ধরে রাখো আমি আছিনা ভয় কিসের কোমর পানিতে দাড়িঁয়ে অপু বললো
এখানে দাড়িঁয়ে থাকো আমি সাঁতার কেটে আসি
বলতে,না বলতে বিশাল একঢেউ আছরে পড়লো ওদের উপর তৃষ্ণা চিৎকার করে ভয়ে অপুর বুকে মুখ গুজে রাখলো অপু দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো ঢেউ সরে যেতেই অপু ডাকলো
-পাগলি একটা দেখো তুমি কোথায় ?
বুকের থেকে মাথাটা তুলেই লজ্জা পেয়ে পা বাড়াতেই অপু হাতটা ধরে বললো চলো আর সাঁতার
কাটবোনা। বেলা বারোটায় আমরা রওনা হবো ঢাকায়
তৈরী হয়ে নাও।
                                                                                                 চলবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much