০৭ অক্টোবর ২০২১

মামুন তালুকদার




শব্দহীন যুদ্ধ


বন্দুক-বোমার শব্দ নেই,
মর্টার-মেশিনগানের শব্দ নেই
ট্যাঙ্ক-কামানের শব্দ নেই,
কোন যুদ্ধ বিমানের শব্দ নেই, 
কিন্তু যুদ্ধ চলছে।
যুদ্ধের বিভীষণে -
ছোট্ট শিশুটিও মায়ের কোল ছেড়ে
হয়েছে করুণ শরণার্থী।
ফোনের ওপাশ থেকে বলে-
বাবা, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও,
তোমাদের কাছে যাব,
আমাকে তোমাদের কাছে নিয়ে যাও।
কিন্তু বাবাকে অদৃশ্য শত্রুদল ঘিরে ফেলেছে,
কণ্ঠনালী, ফুসফুস বেশি বিপর্যস্ত,
নিঃশ্বাসে নীরব ঘাতক,
শিশুটিকে বুকে ধরার সাধ্য নেই।

যুদ্ধ আছে, লাশের মিছিল আছে,
যুদ্ধের দামামা নেই।
সকল অহংকার পায়ে ঠেলে
সাদা পতাকা ওড়ানোর ইচ্ছে আছে,
কিন্তু কোন সন্ধিপত্র নেই।
কান্না আছে, রক্তক্ষরণ আছে,
শব্দ নেই, প্রবাহ নেই।
যুদ্ধ চলছে, শব্দহীন যুদ্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much