০৭ অক্টোবর ২০২১

সফিক ইসলাম




মন ভালো নেই


মন ভালো নেই
আজকে আমার মন ভালো নেই
শ্রাবণ মেঘের  বৃষ্টি ঝরার এই দিনেও মন ভালো নেই।
নিয়ম ভাঙার লৌকিকতা পার করেছি খুব সহজেই 
তবু আমার মন ভালো নেই। 
আজকে শুধু তোমার কথা ভীষণ করে পড়ছে মনে
বিষের নীলাভ দহন ব্যথাই পুড়ছে কেবল হৃদয় কোণে
স্মৃতির বনে জ্বলছে আগুন ; মেঘ চাতালে  বৃষ্টি শুকাই
আটপৌরে  সুখ খুঁজতে যেয়ে শ্রাবণ থেকে মুখটা লুকাই। 

অথচ কী দারুণ ছিল একটি সময়, পুলক জলে যেতাম ভেসে বৃষ্টি হলে---
অনুভবে জমতো কেবল ব্যাকুল করা ভালোবাসা পলে পলে। 
চোখের পাতায় নাচতো শুধু  তোমার দেহের ধ্রুপদী তাল  
বৃষ্টিজলের শব্দ শুনে কার যে পায়ের নূপুর ভেবে যখন তখন হতাম মাতাল,
ভালো করেই  এসব তোমার ছিল জানা ----
তাই কি তুমি মিষ্টি হাসির ছলনাতে বদলে গেলে এপথ ভুলে!
তাই কি তোমার বিষের এমন ছোবল হানা!

আজকে কেন  শ্রাবণ আকাশ  বিষণ্নতার মেঘে ভরা
আজকে কেন সব কিছুকেই লাগছে এমন দিগম্বরা
 কার অপেক্ষায় দিন কাটে তো রাত কাটে না
একাকীত্বের যাপনবেলায়  কিছুই তো আর  ভাল্লাগে না।
 
মন ভালো নেই ----
আজকে আমার মন ভালো নেই
হাজার কয়েক বইয়ের মাঝেই  আমার এখন বসত ঘর
ভালো করেই জানি আমি বই কখনো করে না পর,
বইয়ের সাথেই সখ্য গড়ি, যেমন ইচ্ছে সে বই পড়ি
তবু আমার মন ভালো নেই। 
এসব বইয়ের পাতায় পাতায় জমে থাকা স্মৃতির ধুলো
খুব যতনে আগলে রাখি অমূল্য সেই ছোঁয়াগুলো
তবু আমার মন ভালো নেই। 

সব কিছু আজ এলোমেলো জীবন থেকে হারিয়ে গেলো  যেটুক সময়
সেই কথাটা মনে রেখে  কী আর হবে,  একটি ভুলেই ভীষণ ক্ষতের সৃষ্টি যে হয়
সে ই জানে ক্ষতটা যার, সারা জীবন ক্ষতের দহন  তার কেমনে সইতে  যে হয়।

মন ভালো নেই--
আজকে আমার একটুকুও মন ভালো নেই
শ্রাবণ ধারার বৃষ্টি জলে সব ধুয়ে আজ সাফ হলেও                                    মনের ব্যথা আজকে আমার রইল মনেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much