০৭ অক্টোবর ২০২১

তাজ ইসলাম




যাদুকর এসে গেছে


যাদুকর এসে গেছে
মানুষের গালে কামড়াবে কুকুর
মানুষের ভুঁড়িতে কামড়াবে কুকুর
মানুষের সম্মানে কামড়াবে কুকুর
আপনারা এই কুকুরটিকে দেখবেন 
এটি একটি মানুষ
কী চমৎকার যাদু না!
যাদুকর এসে গেছে
এখন যাদু দেখাবেন
মানুষের কীর্তি উল্টে দেবে কুকুর
মানুষের সুনাম কামড়াবে কুকুর
নেকাব কামড়াবে কুকুর
লকব কামড়াবে কুকুর
খেতাব কামড়াবে কুকুর
ইজ্জতে কামড় দিবে কুকুর
যাদুকর তার যাদু মন্ত্র বলে
এই কুকুরটিকেই দেখাবে 
এটি একটি মানুষ।
যাদুকরের যাদুর ভেলকিতে
বিজ্ঞতা ছাড়া বুঝার উপায় থাকবে
মানুষের রূপে এটি আসলে
একটি কুকুর
কেননা যাদুকর তার যাদু মন্ত্রে
মজমায় হাজির করলেন
মানুষের মত করেই একেকটি কুকুর
যেমন প্রবল কৌতুহলে একটি শিশু
ভীড় ঠেলে গিয়ে দেখে
চোরটা দেখতে অবিকল মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much