শব্দহীন মনের আস্তানা
অন্যমনস্ক সন্ধের আঁধারে হাওয়া শুনি
জেগে ওঠে মায়া আর নির্জন ভয়ের আখ্যান
পাখিদের ঘিরে জমে ওঠে হেঁসে ওঠে
আমার কিছুক্ষণ চুপচাপ ইহকাল !
মেঘের ভাঙা মন মেলে দিয়ে বসে আছে
ভেসে আসছে কাঁপানো বীরের বাঘের ডাক
শুনে তবু শুকিয়ে মুখ- চোখ হাতচাপা !
সূর্য গেছে,আলো গেছে,দৃপ্ত গান রচিত হয়েছে।
সুরের গোধূলি জাঁগে আকাশ প্রান্তরে
অকস্মাৎ শব্দহীন মনের আস্তানা জুড়ে
অল্প সূত্র জানা আছে আলোর আড়ালে
জমে উঠছে অন্ধকার,শান্ত তাকিয়ে গোল চাঁদ।
ঘন্টাধ্বনি জেগে থাকে জনপদে
রাত্রি বলে চেনা যায় না আজ লুকানো আলোয়,
অন্যমনস্ক সন্ধের আঁধারে হাওয়া শুনি
আলো গেছে,মন হারিয়ে যেতে চায় সেখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much