০৭ অক্টোবর ২০২১

কাবেরী মাহমুদ





অব্যক্ত কথা


আমার কবিতা গুলো ভাষা খুঁজে পায় না...
অব্যক্ত কথা গুলো পায়না তাদের কাঙ্খিত রুপ!
কাব্য রাজ্যে আমি আজ নির্বাসিত... 
গহীন কোণে লুকিয়ে রেখেছি মনের অভিরূপ! 
চোখের কোণে জমা শুকনো জলের দাগ
আর বালিশে কাটিয়ে দেয়া রাত্রির শেষ ভাগ।
দিগন্তের ওপারে সূর্যের কায়া খুঁজি
শেষ হতে চলেছে জীবনের মায়া বুঝি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much