৩০ সেপ্টেম্বর ২০২১

রাবেয়া পারভীন এর ধারাবাহিক ছোট গল্প "কালো ক্যনভাস"৪

  নতুন  ধারাবাহিক "কালো ক্যনভাস "
লেখাটি পড়ুন এবং অন্যদের  পড়তে সহযোগিতা করুন  লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম এই লেখার আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে  লিখতে সহযোগিতা করবে।  



                    কালো ক্যনভাস 
                                                                                        ( র্থ পর্ব)

ক্ষনিকের জন্য নীলার দৃস্টি ঝাপসা হয়ে গিয়েছিলো।  পনেরো বছর আগের সময়টা  মনে হলো তার সামনে এসে দাঁড়িয়েছে।  তের বছর বয়সের এক মিষ্টি কিশোরী।  জীবনের কোন জটিলতা  তাঁকে তখনো স্পর্শ করেনি । রঙিন প্রজাপতির মত উড়ে বেড়াতে ইচ্ছে করে। সপ্তম  শ্রেনীতে পড়ে।  এমন সময় তাঁদের বাসায় গৃহশিক্ষক  হয়ে আসে  এই  ইশতিয়াক আহমেদ। লম্বা  ছিপছিপে গড়নের যুবক। ইউনিভার্সিটি তে পড়ে। নীলা আর  ছোট ভাই নয়ন কে পড়ানোর  জন্য  ইশতিয়াক স্যারকে  নিয়োগ দেয়া হয়।  পড়ানোর ফাঁকে মাঝে মাঝেই  নানান ছু্ঁতোয়  নীলার হাত ধরত  ইশতিয়াক।
- বাহ্ !  তোমার হাতটা তো খুব সুন্দর আর খুব নরম।
নিজের হাত টেনে ছাড়িয়ে নিয়ে  জড়োসড়ো হয়ে বসে থাকতো নীলা।  তখন ইশতিয়াক হেসে ওর চুলে হাত বুলিয়ে দিয়ে বলত
- কি হয়েছে নীলা , ভয় পাচ্ছ কেন ?  
একদিন  নয়ন পড়তে এলোনা। নীলা একা পড়ছিলো  ইশতিয়াক  হঠাৎ নীলাকে জরিয়ে ধরে ওর গালে টুক করে একটা চুমু খেয়ে বসল। নীলার সারামুখমন্ডল  লজ্জায় লাল হয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much