স্বমহিমায় লিখে চলেছেন নতুন ধারাবাহিক লেখক জাফর রেজার ছোট গল্প "ক্ষণিক বসন্ত "
মতামত দিন আপনাদের একটি কমেন্ট লেখকের ১০০ লেখার সমান মূল্যবান।
ক্ষনিক বসন্ত
( ৬ ষষ্ঠ পর্ব )
দেশে দিনগুলি মোটামুটি কেটে যাচ্ছিল, কিন্তু কোথায় কেন যেন একটা শুন্যতা অনুভব করি, কি যেন কি নেই।
বুলার সাথে প্রতিদিন কথা হয়, ও অনেক কথার মাঝে একটি কথা প্রতিদিনই বলে __ শরীরের যত্ন নেবেন।
কিছুদিন যাবৎ বুলা বেশ আনমনা, কোন প্রশ্নের উত্তর সাথে সাথে পাইনা।
বুলা কি হয়েছে, আপনি এত অন্যমনস্ক কেন, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করল কবে আসবেন ?
আপনি বললে আমি কালই চলে আসবো।
কালই আসার দরকার নেই তবে তারাতারী আসুন।
চারদিন পর চলে গেলাম। বুলা এয়ারপোর্টে এল, কিন্তু ওর মুখে সেই হাসি নেই, ওকে খুব বিষণ্ণ লাগছিল।
কি হয়েছে বুলা ?
উত্তর দিলনা বলল__ চলুন যাওয়া যাক।
যাবার পথেও খুব কম কথা বললো। তারপরও জিজ্ঞেস করলাম__ বুলা কি হয়েছে ?
উত্তর দিলনা।
কাল আপনার সময় হবে?
কেন বুলা ?
আমাকে একটু নদীর পাড়ে ও পার্কে নিয়ে যাবেন ?
অবশ্যই নিয়ে যাব, কখন যাবেন।
সকাল থেকে সারাদিনের জন্য।
আমরা নদীর পাড়ে হাটছি, কিন্তু বুলা আগের মত কথা বলছেনা। আমার একটু কাছে এসে বলল
একদিন আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে ?
কি কথা বুলা ?
__ বলেছিলাম, এই সামাজ ও সমাজের আইন গুলোতো আমাদেরই সৃষ্টি, তাই না; তবে এই সমাজ কেন আমাদের সুন্দর স্বপ্নগুলোতে বাধা হয়ে দাঁড়ায়।
আবার জিজ্ঞেস করলাম বুলা কি হয়েছে ?
বুলা কোন উত্তর না দিয়ে বলল__ চলুন অন্য কোথাও যাই।
আমরা হাটছিলাম একরাশ বিষণ্ণতা নিয়ে।
চলবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much