সহধর্মিণীর হুঁশিয়ারী বার্তা
(১১তম পর্ব)
মানুষ সামাজিক জীব অার সে সব সময় সঙ্গ চায়। একজন স্বামীর সবচেয়ে ভাল সঙ্গী হলো তার সহধর্মিণী আর স্ত্রীর সবচেয়ে ভাল ও কাছের সঙ্গদাতা বা বন্ধু হলো তার প্রিয়তম স্বামী। সৃষ্টির সেরা জীব- মানুষের বিবেক-বুদ্ধি আছে বলেই তারা নিজের ভালমন্দ অতি সহজেই বুঝতে পারে এবং অন্য প্রাণীদের ভালমন্দের বিষয়টিও অনুধাবন করতে পারে বা অান্দাজ করতে সক্ষম হয়।
বিয়ে জিনিসটি হলো স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনের আত্মার বন্ধন। তাই এর গুরুত্ব অপরিসীম। এটা বাঙ্গালী সমাজের মানুষদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। পাশ্চাত্যের অনেক দেশেই আজকাল ঘন ঘন জীবনসঙ্গী পরিবর্তনের একটা রেওয়াজ সৃষ্টি হয়েছে।
একবার ভাবুনতো-একজন বৃদ্ধ বা বৃদ্ধার বুড়ো বয়সের কথা। এমন একটা বয়সে মানুষ উপনীত হয় যখন প্রতিটি মানুষই বেশ কিছুটা বোধ শক্তি হারিয়ে ফেলে অনেকটা ছোট্ট মাসুম শিশুর মত হয়ে যায়। এ সময় নিজ সন্তানেরাও তাদের তেমন পাত্তা দেয় না। (কোন কোন ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম তো অবশ্যই থাকে)। ছেলের বউয়েরা কিংবা নাতিপুতিদের কোন কাজে কিংবা প্রয়োজনে ডাকলে বা কোন কিছু চাইলে তারা ঝামেলা মনে করে। এমনকি কেউ তখন তাদের দিকে ফিরেও তাকাতে চায় না। এমতাবস্থায়, যদি বৃদ্ধের সহধর্মিণী জীবিত থাকেন তাহলে ঐ বয়সেও কিন্তু তিনি তার প্রিয় স্বামীর প্রতি নজর রাখেন।
বৃদ্ধ বয়সে মানুষ নিজেকে বড় অসহায় ভাবে এবং কারণে অকারণে সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ে। এমতাবস্থায়, স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর হৃদ্যতার কারণেই একে অপরের জন্য তারা অনুভব করে থাকেন আর এ কারণেই তাদের অসহায়ত্ব কিন্তু বহুলাংশেই দূরীভূত হয়ে যায়।
জানিনা পশুপাখিদের মধ্যে আদৌ এধরনের কোন অনুভূতি আছে কিনা? মানুষ শ্রেষ্ঠ জীব তাই তাদের অনুভূতি সমূহ প্রখর হয় এবং তারা মুখের ভাষায় তা প্রকাশ করতে পারে। অন্যদিকে, পশুপাখিরা অঙ্গভঙ্গির মাধ্যমে অনুভূতি প্রকাশ করে থাকে যা শ্রেষ্ঠ জীব মানুষ তা উপলব্ধি করতে পারে।
সুখে দুঃখে বিপদে আপদে একজন সহধর্মিণী সদা তার স্বামীর পাশে অবস্থান করে থাকেন। একইভাবে স্বামী তার সহধর্মিণীর পাশে থেকে আজীবন তাকে সাহস যুগিয়ে ভালমত বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়ে যান।
দীর্ঘজীবন চলার পথে সহধর্মিণী তার স্বামী ব্যক্তিটির জীবনের সাথে একদম জোকের মত লেগে থাকেন আর সময়ে সময়ে তাকে হুঁশিয়ারী বার্তা দিয়ে সাবধান করে সঠিক পথে চলতে সহায়তা করেন। তাই ছন্দ মিলিয়ে বলতে হয় স্বামী স্ত্রী যেন একটা মানিক জোড় তারা শুধুই দুজন দুজনার।
ক্রমশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much