হে আমার ভারতবর্ষ
হে আমার ভারতবর্ষ
হে আমার জন্মভূমি
তোমার বুকে যারা, নৃশংস ভাবে কেটেছে আঁচড়
নিকৃষ্ট হিংসু জানোয়ারের মত
বসিয়েছে থাবা
তোমার বুকে অনর্গল চালিয়েছে গুলি
বহিয়েছে রক্তের স্রোত,
হা-পিত্যেসের মত যারা, তোমার ইজ্জত নিয়ে খেলেছে রঙের খেলা
কেড়েছে গাঁয়ের আঁচল
মিথ্যা অপবাদ দিয়ে তোমার করেছে কলঙ্কিত
আবর্জনা দিয়ে ভরিয়েছে আঁচল
যারা তোমার রক্ত কণিকায় জ্বালিয়েছে হোমানল
ঝরিয়েছে অশ্রুজল
আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাবো,
প্রতিবাদী কণ্ঠে ভরিয়ে দেবো সর্বত্র
প্রাণ দিয়েও ছিনিয়ে নেবো তাদের কাছ হতে তোমাকে
আসবে নতুন প্রজন্ম,
নতুন স্বাধীনতা
তোমাকে পরিয়ে দেবো- রানীর ভূষণ আমরা ফিরিয়ে আনবো তোমার সুখের এক নতুন সকাল
মুখের একগুচ্ছ স্বচ্ছ হাঁসি
সম্পদে ভরিয়ে দেবো তোমার আঁচল-
শান্তি বিরাজ করবে তোমার ছায়ায়
আর বেশির দেরি নয়
আসবে খুব শিগগির,
খুব শিগগির.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much