স্বপ্ন প্রেত
তুমি কী এখনও স্বপ্ন দেখো ?
স্বপ্ন ...
গলিত চাঁদের জোৎস্না মাখার
জলপরি আর পদ্মপাতার।
এখনও কী রাত জাগো রূপকথার দেশে ?
স্বপ্নে দেখো.... এলোকেশ, ডাগর চোখ, ঠোঁট, শুভ্র-দেহ, আমন্ত্রণ.... আর স্পর্শ ??
আমি নবীন স্বপ্ন দেখি না বহুদিন
নিদ্রাহীন রাত জাগা চোখ দেখে--
কবেকার প্রিয় এক স্বপ্ন-প্রেত।
বার বার....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much