৩০ সেপ্টেম্বর ২০২১

দেবব্রত সরকার




হেরাফেরি 

কিছুটা আঘাত এসে খেলা করে মনে আমি তো মনের বালক কিন্তু পরে পরে 
এই দেখ ভুলে আছি তোমাদের থেকে নিয়ে আছি বেশ কিছু ভালোবাসা থেকে
আর বাকি মায়া দিয়ে নিয়ে আসি জল নোনতা জলের মাঝে চোখ টলটল
কি আর বলি কাকে আমার যা আছে তোমাদের কথা মতো চলেছি  বিরাজে

কিছুটা ঘরানা হলেও কিছুটা বদলাবে কিছুটা সময় মতো পিছে পিছে যাবে
রাতের আধার থেকে নিয়ে আসি ভয় মাটির কাছের থেকে জেগে মনময়
বোঝার উপায় নেই কোনো কাজ ফেলে সব্বাইকে ছেড়ে দিয়ে একা একা এলে
এই ধর আর বেশি কথা নয় দেরি এই খানে যা কিছুই করি হেরাফেরি

৫টি মন্তব্য:

thank you so much