৩০ সেপ্টেম্বর ২০২১

সজল কুমার মাইতি'র দুটি কবিতা







নিশ্চিহ্ন

আমাদের বাড়ির সামনে রাস্তায় 
রোজ একটা কুকুর মাঝরাতে
রাস্তার মধ্যিখানে ঘুমিয়ে থাকে।
আগে আবছা আলোয় দেখা যেত
কেমন এক স্বপ্নালু মায়াবী দৃশ্য মনে হোত।
এখন স্ট্রিটল্যাম্পের আলোগুলো বদলে দিয়েছে 
উজ্জ্বল দিনের মতো।
এখনো সে ঘুমিয়ে থাকে ঠিক মাঝরাতে
রাস্তার মাঝখানে।
বড়ই নিশ্চিন্ত, বড়ই সহজ সরল
হয়তো কোনো দিন কোনো মত্ত নেশাগ্রস্ত গাড়িচালক
চাকার তলায় পিষে দিয়ে যাবে 
ধীরে ধীরে রক্তের দাগ 
চাকার থেকে ও নিশ্চিহ্ন হবে একদিন।






সুখের পায়রা

কয়েকটা পায়রা রোজ পাশের বাড়ির চারতলায় 
ভাঙা জানালায় বসে বকম বকম করে।
কখনো সখনো ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকে যায়
ভেতরে হয়তো বাসা বাঁধে, ডিম পাড়ে, বাচ্চা হয়।
কোন একদিন ভাড়াটে আসবে ঐ ঘর পরিষ্কার হবে 
ওদের তাড়িয়ে দেবে। সুখের পায়রা ঘরছাড়া হবে 
পায়রা সত্যি সুখের খোঁজ দিতে পারে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much