যোগচিহ্ন
বিয়োগ বলে কিছু নেই
সবই যুক্ত আমাদের দিন আনা দিন খাওয়া
নুন তেল মশলার জীবনে
যাকে তুমি বিয়োগ বলছো
তা আসলে ঋনাত্মক যোগ
(a-b)
এ শুধু দেখার ভুল, অন্যভাবে লেখা
বিভ্রম মেশানো কিছু আধখেঁচড়া অলীক প্রলাপ
আসলে এটাই সত্য a+(-b)
যে প্রেম ভেঙে গেছে
যে বন্ধু চলে গেছে দূরে
যে মানুষের ছায়া পৃথিবীতে আর বেচে নেই
এ কেন বিয়োগ হবে ?
এ সকলই অভিজ্ঞতা যুক্ত হওয়া নতুন অধ্যায়।
উচ্ছেদতন্ত্র
এমন উড়ন্ত দিনে নিজেকেই তুলে ফেলি শেকড়ের থেকে
পকেটে সূর্যের আভা নিভে গেছে উদ্বাস্তু বিকেলে
হাততালি দিয়ে উঠল পুরোনো চিঠির মোহ
বাক্সের প্রাচীরে সেই সোঁদাগন্ধ রঙিন কবিতা
সমুহ উত্তাপ নিয়ে একান্ত হাতের কাছে উল্লাস চেয়েছে
বাঁশি, তুমি কতটুকু সুর গুঁজে দাও
এই বৈভবের হারানো সন্ন্যাসে।
হালখাতা
ধার থাক যত খুশি
কিছুতেই হরগিজ এই ক্ষত শুকোবার নয়
নিজেই নিজের কাছে প্রতিদিন কেনা বেচা করি
থেকে যায় নিজেরই ঘামের কিছু দেনা
চুপি চুপি লেখা থাকে গোপন খাতার নিচে অ-গণিত
সংখ্যাচিহ্ন, মুদ্রাদুষ্ট অঙ্কের সীমানা
নতুন বছর এলে স্পর্শ করি ধার বাকি
অপরিশোধ্য এই ঋণ জানি ফুরোবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much