১৫ সেপ্টেম্বর ২০২১

তৌফিকুল ইসলাম তপু


পথিক


হাঁটছি একা এক বিকেলে 

পায়েচলা পথে কোথাও স্থির হয়ে দাঁড়ানোর সুযোগ নেই

ঠিক করলাম আজ হাঁটব একা একা


চক্ষুদ্বয় হঠাৎ স্থির হলো একটা ফুলবিক্রেতার দিকে 

হাসিমুখে সে আমায় ডাক দিলে

লালবর্ণের একটা গোলাপ নিয়ে ফের হাঁটা শুরু করলাম


হাতে গোলাপ নিয়ে হাঁটছিলাম

বলে কতজন কতরকম চোখ দিয়ে আমায় দেখছে

আমি হাসিমুখে হাঁটছি

হাঁটতে হাঁটতে সূর্যাস্তকালে তোমার কাছে এসে পৌঁছলাম

লালবর্ণের গোলাপটি তোমার হাতে তুলে দিলাম


তোমার কাছে ঠিকানা চাইলাম

তুমি ঘরহীন ঠিকানা দিলে

ফের হাঁটা শুরু করলাম পায়েচলা পথধরে।

1 টি মন্তব্য:

thank you so much