কান্দে ক্যারে মানুষ
আচ্চা কইতে পারো মইরা গেলে
মানুষ কান্দে ক্যারে?
আমি মরলে কি তোমার বুকের ভিতর
সুমুদ্রের ঢেউয়ের মতো ভেঙ্গেচুরে কান্না আসবে?
তোমার কি মন খারাপ হবে?
পাগলের মতো কি ছুটে আসবে?
এক নজর দেখার আসায়।
আমার জন্য কি তোমার মাঝে
শুন্যতা অনুভব হবে?
মইরা গেলে কি মানুষের কাছে
আপন হওয়া যায়? ভালো হওয়া যায়?
ভালোবাসা পাওয়া যায়?
তাহলে মিছা মায়ায় ক্যান্দে ক্যারে ?
মরার আগে মানুষ টা কি এমন চায়?
অবহেলার বিষে বিষে বুকের ভিতরকার
জমিন খানি ফাঁইটা চৌচির হয়,
কষ্ট পুইষা রাখতে রাখতে ভিতর ঘর
পুইড়া ছাঁই হইয়া যায়,
চাতক পাখির মতো চেয়ে থাকলেও
ক্যান প্রিয় মানুষের দেখা মেলেনা?
তবে ক্যান কান্দে মইরা গেলে?
সারা জীবনের জন্য মুক্তি দিয়ে গেলো
বলেই কি মাতম কইরা কান্দে?
নাকি মইরা গেল মানুষ ভালোবাসা বাড়ে?
বেঁচে থাকতে ক্যান ভালোবাসে না?
ক্যান অবহেলার চাদরে ঢাইকা রাখে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much