১৫ সেপ্টেম্বর ২০২১

তাহমিনা শিল্পী


আবহাওয়া সংবাদ অথবা ছন্দপতন 


তুমি বলতে-

আমি হাসলে আকশে তারা জ্বলে মিটমিট।

অভিমান করলে জমে মেঘ। আমি বলতাম-

তুমি রেগে গেলে বিজলী চমকায়।

কাছে এলেই এলোমেলো  ঘূর্ণিপাক খায় লজ্জার ঢেউ!

আর ভালোবসলে?  ভালোবাসলেই প্রবল বর্ষণ।


তোমার মনের মত হাবার কী ভীষণ তৃষ্ণা ছিল আমার।

চুলের সিঁথিটা একপাশে করবো নাকি মাঝখানে, 

এই নিয়েই সারাবেলা চলত এক্সপেরিমেন্ট।

কি রঙের পোশাক পরলে তোমার চোখে আমায় দেখতে ভালোলাগবে!

হাতে-পায়ের নখের নেইলপলিশ, চোখের কাজল, টিপ, ম্যাচিং চুড়ি-দুল

সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতাম বারবার।

ভুল করে কখনও লিপিষ্টিক পরলেই বাচ্চাদের মত তোমার সে কি রাগ!

ইনিয়ে বিনিয়ে কত কি বলে ভাঙাতে হত-

মনে পড়লে আজও ভীষণ হাসি পায়।


রাগ পড়ে গেলে,তোমার ছাইচাপা আহ্লাদেরা আকণ্ঠ পাঠ করতো প্রণয়ের মহাকাব্য।


তারপর তোমার ব্যস্ততা বাড়ে, তোমার চোখ বদলায় নিজস্ব রঙ ও ভাষা!


এখনও রোজ ভোর হয়।

এখনও রোজ সন্ধ্যা নামে।

ঘুরেফিরে আমরা পাশাপাশি কাটাই সকাল,দুপুর,রাত।

শুধু কোথাও আর আমাদের খুঁজে পাই না।

অথচ, আমরা দিব্যি বেঁচে আছি আমাদের সংসারের মানচিত্রে।

এখন আলগোছে দুঃখ পেলে মেঘের পাহাড়গুলো ভেঙে পড়ে নিঃশব্দে।

তোমার রাগ হলেও থাকে না বজ্রপাতের উঁকিঝুঁকি।

আমাদের যৌথ আকাশটা ভেসে যায় বিষাদের স্রোতে...

শুধু কেউ তার খবর জানে না,

কেউ তার খবর জানে না,

কেউ না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much