১৫ সেপ্টেম্বর ২০২১

শুভ্রা দাস


টান


তোমার সঙ্গে আমার শিকড় মাটির টান

তোমার সঙ্গে আমার বৃক্ষ ফলের টান

তোমার সঙ্গে আমার ভূমি জন্মের টান

তোমার সঙ্গে আমার মেয়ে বেলা খুনসুটির টান

তোমার সঙ্গে আমার চুম্বকের বিপরীত মুখী টান

তোমার সঙ্গে আমার গ্রহ উপগ্রহের টান

তোমার সঙ্গে আমার মান অভিমান আড়ি   ভাবের টান

এ টান যুগ কাল সময়ের ধারায় বয়ে যাবে রয়ে যাবে

তুমি আমি থাকি বা না থাকি এ টান সব সব ব্যথা সব কথা সয়ে যাবে

দেখো  এ টান  কেবল ভালোবাসি ভালোবাসি কয়ে যাবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much