উত্থান
নেমে যাও
নিকট এবং নৈঃশব্দের দীর্ঘ আবেশে...
একটি বিছানা, যেখান থেকে সমুদ্রের শুরু
সেখানে শুয়ে থাকো তুমি তোমার সঙ্গে
বাধাহীন জল গড়িয়ে যাক আকাশে
তোমার উত্থান ঘটছে জেনে রেখো
এক অনন্ত তোমাকে ডাকে অবিরাম
তুমি পুলকিত হও নিজেকে মানুষ ভেবে
নিজেকে মানুষ ভাবতে পারে না সবাই
জীবন ও মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না সবাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much